সহজ সমীকরণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল

চূড়ান্ত সূচি অনুযায়ী অক্টোবর মাস থেকে মাঠে গড়াচ্ছে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ২০২২ আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর, এবারের বিশ্বকাপ দিয়ে ঘিরে অনেক পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করছে। বাংলাদেশকে এবারের বিশ্বকাপে খেলতে হচ্ছেনা বাছাইপর্ব। যার কারণে বাছাইপর্বের বেড়াজাল এড়িয়ে সহজভাবেই বিশ্বকাপে খেলতে পারছে বাংলাদেশ।এবারের বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকছে, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ভারত ও দুইটি রানার্সআপ দল। অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশ অবস্থান করছে গ্রুপ ‘বি’ তে।
অন্যদিকে গ্রুপ এ” তে থাকছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান সহ আরো দুইটি রানার্সআপ দল।উল্লেখ্য, প্রথমবারের মতো আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে সরাসরি অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। সে ক্ষেত্রে বাংলাদেশকে খেলতে হচ্ছেনা বাছাইপর্ব।
সর্বশেষ ২০২১ বিশ্বকাপ বাজে ভাবে পার করেছে টাইগাররা। যদিও, বিশ্বকাপের আগে ভালো ছন্দে থাকায়, আইসিসির র্যাংকিংয়ে সেরা ৮ এ ছিল বাংলাদেশ। যার কারণে ২০২২ বিশ্বকাপের ১২ দলের লড়াইয়ে সরাসরি অংশগ্রহণ করছে বাংলাদেশ।অস্ট্রেলিয়া বিশ্বকাপকে ঘিরে অনেক পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
এরই ধারাবাহিকতায় নিউজিল্যান্ড পাকিস্তান কে নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপকে ঘিরে এমন প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।বিশ্বকাপকে ঘিরে অনেক পরিকল্পনা সাজাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
সর্বশেষ ২০২১ বিশ্বকাপ শেষ হয়েছে এর আগে ২০১৯ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ দারুণভাবে খেলেছিল। যদিও ২০২১ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে এসে বাংলাদেশ সবগুলো ম্যাচ হেরে গিয়েছিল।
এবার আর এমন ভুল করতে চায়না বাংলাদেশ। তাইতো বিশ্বকাপের আগে অনেক পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ। যেখানে অস্ট্রেলিয়াতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আর বাংলাদেশ নিউজিল্যান্ডে বিশ্বকাপের আগেই ত্রিদেশীয় সিরিজ খেলবে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এমন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।