শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ! বললেন বিসিবির সভাপতি

অনেক জল্পনা-কল্পনার পর বেরিয়ে এলো আসল কথা। বাংলাদেশে এখনই অনুষ্ঠিত হচ্ছে না এশিয়া কাপের এবারে টুর্নামেন্ট। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।
বাংলাদেশ ভারতের বিশ্বকাপ হচ্ছে, এশিয়া কাপ। এশিয়া কাপে ঘিরে অনেক পরিকল্পনা সাজায় এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলো। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২২ সালের এশিয়া কাপ। তবে শ্রীলংকার অর্থনৈতিক সমস্যার কারণে এশিয়া কাপের হোস্ট পরিবর্তন করা হতে পারে।
সম্প্রতি এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে বলে গুঞ্জন উঠেছে। এবার, এমন গুঞ্জন নিয়ে মুখ খুললেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, “এখনো আমরা জানি শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ, কোনো কারণে শ্রীলঙ্কাকে এশিয়া কাপ অনুষ্ঠিত না হলে বাংলাদেশে কিংবা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে, এখনও আমরা জানি, শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, সেখানে হলে আমাদের কোন সমস্যা নেই।বিসিবির কথায় স্পষ্ট বাংলাদেশে এখনই অনুষ্ঠিত হচ্ছে না এশিয়া কাপের টুর্নামেন্ট।
কোন কারণে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত না হলে সেক্ষেত্রে দুইটা অপশন থাকছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।বিশ্বকাপের চাইতে কোন অংশেই পিছিয়ে থাকে না এশিয়া কাপ। এসে আপনাকে ঘিরে অনেক পরিকল্পনা সাজাই দক্ষিণ এশিয়ার দেশগুলো। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়।
বাংলাদেশ এশিয়া কাপ ক্রিকেটে অনেক পরিকল্পনা সাজিয়েছে। এবার জানা গেল বাংলাদেশ নয় শ্রীলঙ্কা তাই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। বিসিবির এককথায় পাল্টে গেল বিশ্বকাপ ২০২২ এর হোস্ট।অনেক গুঞ্জন উঠলেও বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে না এশিয়া। শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ২০২২ আসর।
তবে অর্থনৈতিক সমস্যায় পড়লে শ্রীলংকার বদলে সংযুক্ত আরব আমিরাত কিংবা বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের টুর্নামেন্ট। এখনই এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জানায়নি শ্রীলংকা ক্রিকেট বোর্ড।