লঙ্কানদের বিপক্ষে মুশফিকের ব্যাটিং – Rushfiqur Rahim

দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে চট্টগ্রামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়ে গিয়েছে।
যেই টেস্টে অসাধারণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা এক সেঞ্চুরি। এবার দ্বিতীয় টেস্টে এসেও পরপর সেঞ্চুরি তুলে নিলেন মিস্টার ডিপেন্ডেবল।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর এই সিরিজে মুশফিকুর রহিম দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি তুলে নিলেন। প্রথম টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।এবার দ্বিতীয় টেস্টে এসে মুশফিকুর রহিম ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস খেললেন।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ৩৫৫ বল মোকাবেলা করে ১৭৫ রানের এক অপরাজিত ইনিংস খেলেছেন। ২১ টি চারের সাহায্যে মুশফিকুর রহিম ট্রিপল ফিফটি তুলে নিয়েছেন।লিটন দাসকে সঙ্গে নিয়ে মুশফিকুর রহিম করেছেন এক অসাধারণ জুটি।
২৭২ রান এর এক নজর কাড়া জুটি করেছেন দুই ক্রিকেটার।উল্লেখ্য, মিরপুর টেস্টে মাত্র ২৪ রানের মাথায় বাংলাদেশের পাঁচটি উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে লিটন মুশফিক অসাধারণ খেলে এসেছেন।
বর্তমানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। একইসাথে হোমগ্রাউন্ডে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। দ্বিতীয় টেস্টে এসে নিজেদের মাটিতে, তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।