সাধারন জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২১ আপডেট।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন।
বাংলা পরামর্শ ব্লগের আজকের আয়োজন বাংলাদেশের দক্ষিনাঞ্চলের মানুষের স্বপ্ন পদ্মা সেতু নিয়ে।
আজকে আমরা আলোচনা করবো, পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে। অনেকেই জানতে চান, পদ্মা সেতু বিশ্বের কত তম সেতু?
পদ্মা সেতুর দৈর্ঘ কত?
পদ্মা সেতুর স্প্যান কত টি? পদ্মা সেতু বাজেট, পদ্মা সেতুতে কোন দেশ অর্থায়ন করেছে? পদ্মা সেতু বিসিএস।
পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান আপডেট ২০২১ নিয়েই সাজিয়েছি আজকের আয়োজন।
আমরা এই পোষ্টের নিচে পদ্মা সেতু সম্পর্কে সাধারন জ্ঞান ২০২১ pdf লিংক দিয়ে দেবো । আপনাদের যাবের লাগবে ডাউনলোড করে নিয়েন।
এক নজরে পদ্মা সেতুঃ
পদ্মা সেতু, যার পুরো নাম পদ্মা বহুমুখী সেতু। দেশের সর্ব বৃহৎ এই সেতুটি বাংলাদেশের মুন্সিগঞ্জ, মাদারীপুর শরিয়তপুর এই তিনটি জেলায় অবস্থিত।
মুন্সিগঞ্জের মাওয়া মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জারিয়া অঞ্চলের পদ্মা ব্রহ্মপুত্র, মেঘনা নদীর আববাহীকায় এই বৃহত্তম সেতুটি নির্মিত হচ্ছে।
১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১ টি স্প্যান বসানো হয়েছে সেতুটিতে যাতে পদ্মা সেতুর আয়তন দ্বারিয়েছে ৬ দশমিক ১৫ কিলোমিার দৈর্ঘ্য এবং ১৮ দশমিক ১০ কিলোমিটার প্রস্থ।
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
দেশের সর্ববৃহত এই সেতু নির্মানে দিন রাত কাজ করছে প্রায় চার হাজার মানুষ। কাজের তদারকিতে আছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেতুটি ২০২২ সালের প্রথম দিকে যান চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছে সেতু কতৃপক্ষ।
এই সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সঙ্গে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে। এতে করে দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্যের চাকাও সচল হবে বলে দাবি বিশ্লেষকদের।
দুই তলা বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত এই সেতুটির উপরে রয়েছে চার লেনের সড়ক এবং নিচে রয়েছে একক রেলপথ। দেশের বৃহত্তম এই সেতুটি নির্মান করতে অধিগ্রহন করা হয়েছে ৯১৮ হেক্টর জমি।
পদ্মা সেতু নির্মানের শুরুতে কিছু অপ্রিতিকর ঘটনার জন্ম হয়েছিলো, দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা বহুমুখী সেতুর বিনিয়োগ বন্ধ করে দেয়।
চাপে পরে বাংলাদেশ, দুর্নীতির অভিযোগে মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়া হয় তৎকালীন যোগাযোগ মন্ত্রী জনাব সৈয়দ আবুল হোসেনকে। একই অভিযোগে জেলও খাটেন সচিব মোশাররফ হোসেন।
পদ্মা সেতু বাজেটঃ
বর্তমানে পদ্মাসেতুর মুল অর্থায়নে আছে বাংলাদেশ সরকার। সর্বপ্রথম পদ্মা সেতুর পরিকল্পনা করা হয় ২০০৭ সালে তখন এই সেতু নির্মানে মোট ব্যায় ধরা হয়েছিলো ১০ হাজার ১৬১ কোটি টাকা।
এরপর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসে এবং সেতুতে রেলপথ সংযুক্ত করার পরিকল্পনা করে। এতে ব্যায়ও বেড়ে গিয়ে মোট ব্যায় ধরা হয় ২০ হাজার ৫০৭ কোটি টাকা।
পরবর্তীতে এই ব্যায় আরো ৮ হাজার কোটি টাকা বাড়ানো হয় তখন মোট ব্যায় হয় ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা।
২০১৮ সালে এই ব্যায় আরো ১৪শ কোটি টাকা বাড়ে ফলে মোট ব্যায় আবারো বেড়ে গিয়ে দাঁড়ায় ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।।
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
১। পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু
২।পদ্মা সেতু নির্মানকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
৩। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি মি ?
উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি (২০,২০০ ফুট)
৪। পদ্মা সেতু বিশ্বের কত তম সেতু?
উত্তরঃ ১১ তম ।
৫। পদ্মা সেতু নির্মানে কোন দেশ অর্থায়ন করেছে?
উত্তরঃ বাংলাদেশ
৬। পদ্মা সেতু কোথায় অবস্থিত?
উত্তরঃ মুন্সিগঞ্জের মাওয়া,শরীয়তপুরের জাজিরা, ও মাদারীপুরের শিবচর পয়েন্ট নিয়ে পদ্মা সেতু অবস্থিত।
৭। পদ্মা সেতুর স্প্যান কতটি?
উত্তরঃ ৪১ টি।
৮। পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১৫০ মিটার
৯। বিশ্বের গভীরতম পােইলের সেতুর নাম কী ?
উ্ত্তরঃ পদ্মা সেতু ।
১০ । পদ্মা সেতু কারা রক্ষনাবেক্ষন করে ?
উ্ত্তরঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ।
১১। পদ্মা সেতু কি দ্বারা নির্মিত ?
উত্তরঃ পদ্মা সেতু দ্বিতল বিশিষ্ট সেতু যা নির্মিত হয়েছে স্টিল ও কংক্রিট দিয়ে ।
১২।পদ্মা সেতুতে কী কী থাকবে ?
উত্তরঃ পদ্মা সেতুতে গ্যাস বিদ্যুৎ অপটিকাল ফাইবার লাইন থাকবে ।
১৩ । পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে কবে ?
উত্তরঃ ২০২২ সালের শুরুতে ।
১৪ । পদ্মা সেতুর প্রস্থ কত ?
উত্তরঃ প্রদ্মা সেতুর প্রস্থ ৭০ ফুট ।এতে চার লেনের সড়ক থাকবে ।
১৫ । পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তরঃ নিচ তলায় ।
১৬ । পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তরঃ ৩.১৮ কিঃমিঃ
১৭। পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তরঃ দুই প্রান্তে ১৪ কি মি ।
১৮। পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তরঃ ৪ হাজার
১৯। পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তরঃ মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
২০। পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তরঃ দুই প্রান্তে ১৪ কি মি ।
২১। পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তরঃ দুই প্রান্তে ১২ কি মি ।
২২ । পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তরঃ ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
২৩ । পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তরঃ ৬০ ফুট ।
২৪ । পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তরঃ৮১ টি
২৫ । প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তরঃ ৬ টি
২৬ । পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তরঃ ২৬৪টি।
২৭ । পদ্মা সেতুর পাইলিং গভিরতা কত ?
উত্তরঃ ৩৮৩ ফুট ।
২৮ । পদ্মা সেতুর ডিজািইনার কে ?
উত্তরঃ AECOM
২৯ ।
পদ্মা সেতু আপডেট ২০২১ঃ
পদ্মা সেতুতে পায়ে হেঁটে বা সাইকেলে চালিয়ে যাওয়া যাবে না। দুর্ঘটনা রোধে এই সিধান্ত নিয়েছে কতৃপক্ষ।
এছাড় সি এন জি চলবে কিনা সে বিষয়ে এখনো সিধান্ত নেয়নি কতৃপক্ষ।
তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে কোন বাধা নেই।
পদ্মা সেতুর বর্তমান অবস্থা
বর্তমানে পদ্মা সেতুর কাজ প্রায় শেষের দিকে।
পিলার রক্ষার জন্য মাঝিরহাটে চলছে নতুন ফেরিঘাট নির্মান।।
পড়ুন – প্রতিবেদন লেখার নিয়ম