সাধারন জ্ঞান

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পরিসংখ্যান

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এ বরাবরই তলানির দিকে থাকে বাংলাদেশ। ওডিআই ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ নিজেদেরকে দারুণভাবে মেলে ধরতে পেরেছে। বর্তমানে ওডিআই ক্রিকেটে বাংলাদেশ অন্যতম সেরা পরাশক্তি দল। সম্প্রতি সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ তাদেরকেই পরাজিত করেছে। এমনকি টি-টোয়েন্টিতেও বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এর মতো দলকে পরাজিত করতে সক্ষম হয়েছে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পরিসংখ্যান

তবে টেস্ট ক্রিকেটে এখনো নিজেদেরকে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে 2000 সালে অভিষেক হয়েছে বাংলাদেশের। দীর্ঘ 22 বছরে বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এছাড়া বড় কোন জয় অর্জন করতে পারে নি। গত দুই দশকে বাংলাদেশে কেবলমাত্র নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছাড়া তেমন কিছু অর্জন করতে পারেনি।

এই গেল গত দুই দশকে বাংলাদেশের টেস্ট এর পরিসংখ্যান। টেস্ট ক্রিকেটে বড় কোন অর্জন নেই বাংলাদেশের। এখনো টেস্ট ক্রিকেট বাংলাদেশ চিনতে পারেনি। টেস্টে এখনো তলানির দিকে থাকে বাংলাদেশ। যেখানে নতুন অভিষেক হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হারে বাংলাদেশ।

2022 থেকে 2023 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দারুণভাবে বছর শুরু করেছিল বাংলাদেশ। কে চ্যাম্পিয়নশিপে এ বছরই বাংলাদেশ-নিউজিল্যান্ড কে পরাজিত করতে সক্ষম হয়েছে। যদিও পরের ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ এ ড্র হয়েছিল সিরিজ। তবে এরপর আর জয়ের দেখা পায়নি টাইগাররা। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের কেবলমাত্র ইংল্যান্ডের উপরে অবস্থান করছে বাংলাদেশ।

এবার সময় এসেছে পয়েন্ট টেবিলের পরিবর্তন ঘটানোর। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে পরাজিত করতে পারলে বাংলাদেশ পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসবে।

এ মাসেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের বিপক্ষে মোকাবেলা করবে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *