এক ইনিংসেই যত রেকর্ড করলেন মুশফিক লিটন

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গিয়েছে প্রথম টেস্ট ম্যাচ। যেই ম্যাচ ড্র হয়েছে।
এবার মিরপুরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি শ্রীলঙ্কা-বাংলাদেশ। প্রথম টেস্ট থেকেই দারুন ছন্দে রয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টে এক অসাধারণ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর। অন্যদিকে লিটন দাস ছিলেন সেরা পারফরমার তালিকায়। প্রথম টেস্টে লিটন দাস তুলে নিয়েছেন ফিফটি।
এবার দ্বিতীয় টেস্টে এসে বিশ্ব রেকর্ড করলেন লিটন মুশফিক। ২৫০+ রানের অপরাজিত জুটি গড়ে বিশ্ব রেকর্ড করলেন দুই ক্রিকেটার। ষষ্ঠ উইকেট জুটিতে এটা বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড।বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করার মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।
একইসাথে পরপর দুইবার সেঞ্চুরি তুলে নিলেন মিস্টার ডিপেন্ডেবল। শ্রীলঙ্কা টেস্ট এর মাধ্যমে প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।অন্যদিকে, বাংলাদেশ তথা সারা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার লিটন দাস।
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। সর্বশেষ বছরে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটারের তালিকায় লিটন দাস পেছনে ফেলেছেন বিরাট কোহলি বাবর আজমের মতো তারকাদের।
দ্বিতীয় টেস্টে অন্যান্য বাংলাদেশি রা যখন রান সংগ্রহ করতে ব্যর্থ। তখন লিটন মুশফিক দারুণভাবে হাল ধরলেন। মাত্র ২৪ রানের মাথায় বাংলাদেশের ৫ উইকেট গিয়েছিল। সেখান থেকে লিটন মুশফিকের এই জুটি বাংলাদেশকে উপরে তালিকায় নিয়ে গেছে।