খেলাধুলা

আগামী মৌসুমে আবারো মুস্তাফিজকে দলে চায় দিল্লি ক্যাপিটালস

সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের শেষ হলো আইপিএলের ২০২২ আসর। এবারের আসরে দিল্লি ক্যাপিটালস এর হয়ে মাঠে নেমেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

গ্রুপ পর্ব থেকেই দিল্লি ক্যাপিটালস বিদায় নিল। যেখানে দিল্লি ক্যাপিটালস এর অনেকগুলো ম্যাচ জয়ে অবদান রয়েছে মুস্তাফিজুর রহমানের। তাইতো মোস্তাফিজুর রহমানকে পরবর্তী মৌসুমে পাওয়ার অপেক্ষায় রয়েছে দিল্লি ক্যাপিটালস।

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দিল দলটি।এবারের আইপিএলের দিল্লি ক্যাপিটাল এর হয়ে ৮ ম্যাচে মাঠে নেমেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর। যেখানে দিল্লি ক্যাপিটালস এর সবথেকে ডট বল দেওয়া বোলারদেরতে তালিকায় মুস্তাফিজের অবস্থান তৃতীয়। দুই ম্যাচে মুস্তাফিজ তিনটি করে ৬ টি উইকেট নিয়েছিলেন।

পারফরমেন্সের তূঙ্গে যখন মুস্তাফিজুর রহমান। তখন দিল্লি ক্যাপিটালস এর সবথেকে ইকনোমিক্যাল বোলার কাটার মাস্টার। ২০২২ আইপিএলে ৮ ম্যাচে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি মুস্তাফিজ দেখেছেন বোলিং চমক।

৭.৬২ ইকোনমি রেট রেখে ৩২ ওভার হাত ঘুরিয়েছেন মুস্তাফিজুর রহমান।মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস এর হয়ে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না। কোয়ারেন্টাইন এর কারণে প্রথম ম্যাচে একাদশে থাকতে পারেননি মুস্তাফিজুর রহমান। এরপর দিল্লি ক্যাপিটালসের একটানা ৮ ম্যাচে একাদশে ছিলেন মুস্তাফিজ।

আর মোস্তাফিজুর রহমানকে একাদশীর নিয়েই দিল্লি ক্যাপিটালস একাধিক জয়লাভ করতে পেরেছে। দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ জয়ে মুস্তাফিজুর রহমানের অবদান ছিল উল্লেখযোগ্য। দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান। একইসাথে বাকি চার ম্যাচে দিল্লি ক্যাপিটাল ছিলেন মুস্তাফিজ।তাইতো, ২০২৩ আইপিএলে মুস্তাফিজুর রহমান কে চায় দিল্লি ক্যাপিটালস।

সম্প্রতি তাদের এর বোলারদের নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস লিখেছে, মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য বোলারদের বোলিং দেখার অপেক্ষায় রয়েছে দলটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *