আইপিএলে মুস্তাফিজদের সমীকরণ

চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালস হয়ে মাঠে নেমেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর এ বছর মুস্তাফিজুর রহমান মাঠে নেমেই দেখিয়েছেন একাধিক চমক। যেখানে দুইটি ম্যাচে তিনটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।
সব মিলিয়ে আইপিএলে এখন পর্যন্ত মোস্তাফিজুর রহমান ৮ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৮ টি। যেখানে দিল্লি ক্যাপিটাল এর সবথেকে ইকনোমিক্যাল বোলার কাটার মাস্টার। দিল্লি ক্যাপিটালস এর সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এ তালিকায় মুস্তাফিজুর রহমানের অবস্থান তৃতীয়।
এই গেল মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএলের পরিসংখ্যান। এবার আসি দিল্লি ক্যাপিটালস দলে।
দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে অবস্থান করছে। নিজেদের দশম ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। এখন পর্যন্ত দিল্লি ক্যাপিটালস নয় ম্যাচ খেলে চারটি ম্যাচ জয়লাভ করেছে। বাকি ৫ ম্যাচে পরাজিত হয়েছে।
সুপার ফোর এর চূড়ান্ত লড়াইয়ে উঠতে হলে দিল্লি ক্যাপিটালস কে জিততে হবে কমপক্ষে ৩-৪ টি ম্যাচ। সে ক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস এর হাতে রয়েছে মাত্র পাঁচটি ম্যাচ। সব ম্যাচই ভালো খেলতে হবে মোস্তাফিজদের।
আজকে হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামছে দিল্লি। আজকের ম্যাচে জয়লাভ করতে পারলেই সপ্তম থেকে পঞ্চম স্থানে উঠে আসবে দলটি।